সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃএকদিকে করোনার প্রাদূর্ভাবে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। অন্যদিকে বন্যায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলার কয়েক লক্ষ মানুষ কর্ম হারিয়ে ও তাদের বাড়িঘর তলিয়ে গিয়ে মানবেতর জীবনযাপন করছে। বগুড়ার ৪ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ সময় পার করছেন। এসকল বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলার সোনাতলা উপজেলার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর, ২০১৯ শিক্ষাবর্ষের এসএসসি ব্যাচের সেবাধর্মী সংগঠন ‘লুব্ধক নাইনটিন’, ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ব্যাচ “শতদ্রু’২১”, এবং ক্রিকপ্লাটুন এর শিক্ষার্থীরা। স¤প্রতি বন্যায় এসকল ক্ষতিগ্রস্ত অসহায় ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার, ঔষধ এবং নারী সুরক্ষা সামগ্রী বিতরণ করা। এছাড়াও বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ছিল মেডিক্যাল ক্যাম্প। মঙ্গলবার উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারি বাজার চাতাল প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসীন আলী তাহা, সাধারণ সম্পাদক নিপুন মহন্ত, চিকিৎসক ডাঃ মেহেদী হাসান লেমন, ক্রিকপ্লাটুন এর সোনাতলা উপজেলা সমন্বয়ক রাশেদুজ্জামান রণ, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরন্নবী, লুব্ধক নাইনটিন এর সভাপতি শাহনেওয়াজ শিহাব, সহ-সভাপতি মোবাশ্বির রহমান, সাধারণ সম্পাদক সিরাজুম মনিরা, শতদ্রু’২১ এর সমন্বয়ক রবিউল ইসলাম শাকিল, আরিফুর রহমান সানি, মোহাম্মদ বাপ্পী, মেহেদী হাসান সজিব, প্রিয়তোষ রায়, ইমাম মেহেদী, জারিন হাদিয়া, রাহিজা মনিইমু, ইসফিয়া নিপা, সঞ্চারী ইসলাম, তৌফিকুর রহমান, সাজ্জাদ সাগর, সাব্বির রহমান, জাহিদ হাসান, ফাহিম ক্লান্তি জাহান প্রমূখ।