সাতবিল প্রতিদিন ডেস্কঃ শুক্রবার বিকেলে সাঘাটা উপজেলার বেড়া গ্রামে বাংলাদেশ যুব জনতা লীগের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মন্ডলপাড়া ভাই ভাই ক্লাব সাঘাটা টাইব্রেকারে ৪-৩ গোলে তেকানী চুকাইনগর একাদশ সোনাতলাকে পরাজিত করে। খেলা শেষে হলিদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, আব্দুল হাই মন্ডল, মোস্তাফিজুর রহমান, আইয়ুব হোসেন, ইমরুল কায়েস সুজন, আব্দুল মজিদ মন্ডল, মতিয়ার রহমান, ম্ঞ্জুুর রহমান, জাহিদ হাসান ও কবির সরকার।
Home স্থানীয় সংবাদ গাইবান্ধার সাঘাটা উপজেলার বেড়া গ্রামে বাংলাদেশ যুব জনতা লীগের উদ্যোগে ফুটবল ফাইনাল...