খেলাধুলা ডেস্ক, সাতবিল প্রতিদিন: দীর্ঘ চার মাস পর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের অসাধারণ ও সেরা কিছু মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়ামে তিনি পা রেখেছেন প্রায় চার মাস পর।
এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান স্বাস্থ্যবিধি মেনেই মিরপুরে এসেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি অনুশীলনের জন্য আসেননি উল্লেখ করে বিসিবি জানায়, এখানে এখনো অনুশীলন শুরু করা হয়নি। কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় মার্চের মধ্যভাগ থেকে সব ধরনের ক্রিকেটিং কর্মকান্ড স্থগিত রেখেছে বোর্ড।
মিরপুর স্টেডিয়ামের ঠিক মাঝখানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়ে দাঁড়িয়ে থাকা ছবি নিজের ফেইসবুক একাউন্টে পোস্ট করেছেন মুশফিক। সেখানে এই ভেন্যুকে মিস করছেন এবং অনুশীলনের আকুতি জানিয়ে তিনি লিখেছেন,‘ আসসালামুআলাইকুম। অসাধারণ এই ভেন্যুকে মিস করছি। কেবল সর্বশক্তিমানই জানেন, আবার কবে আমরা অনুশীলন শুরু করতে পারবো।