- শিরোনামহীন
আজকে দেখা গেছে বছরখানেক
একথায় যোজন মাইল
তুমি যাও
এখন পালকটা দিন নিত্যনতুন কষ্ট নিয়ে আসে
দিনগুলো এমন কেনো??
প্রেমিকটা দিন এক জীবন কষ্ট নিয়ে আসে।
প্রতিটা রাত হাজির হয় একরাশ যন্ত্রণা নিয়ে
চারপাশ নিস্তব্ধ, নিরব
নিষেধ কালো সেই আঁধারে
আমি একা, আর কেউ নেই!!
কোন এক অদ্ভুত মুহুর্ত,
বিষাদময় জীবন
আপনি না কেন এমন হয়
কেন হচ্ছে?
কান্নারা পাকিয়ে দাঁড়াতে চায়ের দল
কিন্তু বাস্তবিক থামিয়ে দেয় তাকে;
চুপচাপ শান্তি শান্তি শ্রেয়
ব্যক্তিগত সংবাদ নিতি।
খুব করে বলে,
বন্দোবস্ত যাবো!
দৃশ্যো, আকাশ দেখার আভাসটা
ঠিক-ই আপনার কাছে।
কি জানি,
আকাশ নিয়ম নিয়ম করে-
প্রতিদিন যে শূন্য সংবাদ দৃষ্টি রাখি
সেখানেই তুমি ছিলে……