ইকবাল কবির লেমন ঃ ‘বলগোনা গো আর কোনদিন’ খ্যাত দেশবরেণ্য বাউল শিল্পী সুকুমার মোহন্তকে মানবিক সহায়তা পৌঁছে দিলেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। সোমবার দুপুরে বাউল সুকুমার মোহন্ত’র গ্রামের বাড়ি সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে গিয়ে তিনি সুকুমার বাউলের হাতে নগদ টাকা, এক বস্তা চাল, পাঁচ লিটার তেল, পাঁচ কেজি আলু,দুই কেজি মশুর ডাল ও দশ ডর্জন মুরগীর ডিম তুলে দেন।
মানবিক সহায়তা প্রদানের সময় তাঁর সাথে ছিলেন লেখক-সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল,উপ-সহকারী প্রকৌশলী মাসরুবা রাসেল ও উন্মেষ সাহিত্য সাময়িকীর সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত।
মানবিক সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন,‘গুণী মানুষেরা আমাদের সম্পদ। আমরা তাঁদের সম্মানিত করতে চাই। দেশবরেণ্য বাউল সুকুমারের পাশে আমরা সবসময় আছি।’
এসময় আবেগ আপ্লুত সুকুমার বাউল কৃতজ্ঞতা জানিয়ে একটি গান শোনান।