নাফিম কনজ্যুমার প্রডাক্টস্ এর সামগ্রী দিয়ে ইউএনও’র সাথে সৌজন্য বিনিময় করলেন টিজিএসএস চেয়ারম্যান

0
356

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


সাতবিল প্রতিদিন ডেস্কঃবুধবার সকালে নাফিম প্রডাক্টস এর সামগ্রী দিয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুর আলমের সাথে সৌজন্য বিনিময় করলেন টিজিএসএস চেয়ারম্যান মো: ছাইফুল ইসলাম ও টিজিএসএস লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার ইন্জিনিয়ার মোঃ আহসান হাবীব,হিসাব রক্ষক মোঃসবুজ মিয়া ও মোঃকবীরুল ইসলাম । একই দিনে তিনি  ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকের সাথেও নাফিম ব্র্যান্ডের সামগ্রী নিয়ে সৌজন্য বিনিময় করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here