সাতবিল প্রতিদিন ডেস্কঃ বগুড়া-০১(সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপ নির্বাচনের ভোট গ্রহন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন,বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর।এই আসনটি থেকে তিনÑতিনবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।গত ২৯ মার্চ নির্বাচনের সমস্ত প্রস্তুতি নির্বচন সম্পন্ন করলেও বৈশিক দুর্যোগ করোনার কারনে ঝুলে যায় উপÑনির্বাচনটি।সম্প্রতি নির্বাচন কমিশন এ নির্বাচনটি অনুষ্ঠানে আইনি বিষয় বিশ্লেষণ করে আগামী ১৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
বগুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিণী,সাবেক জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী ও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন সোনাতলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীর নৌকা মার্কার সমর্থনে সোনাতলা ও সারিয়াকান্দিতে আওয়ামী লীগ নেত কর্মীদের মিছিল করতে দেখা গেছে।