সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর (জাঙ্গাল) গ্রামে বন্যার পানিতে ডুবে সাহানা বেগম (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক ১২টায় গ্রামে খালের পার ঘেষে মেয়ের বাড়িতে যাওয়ার পা পিছলে পানিতে পরে গেলে তার এ করুন মৃত্যু হয়। এলাকাবাসী জানায় , সাহানা বেগম দীর্ঘদিন থেকে মিরকি রোগে ভুগছিলো। এর আগেও সে একাধিকবার পানিতে পরে গিয়ে আদোমরা হয়েছিল। সে সময় প্রাণে বেঁচে গেলোও বুধবার শেষ রক্ষা হয়নী। এলাকাবাসী পানিতে মরদেহ বাসতে দেখে তুলে এনে চিনতে পেরে বাড়ি নিয়ে আসে। সাহানা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের মোঃ জলিলের স্ত্রী।