খবর বিজ্ঞপ্তিরঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন রাত আনুমানিক সাড়ে ১০ টায় বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা বাজারে গাড়ী অভিযান চালায়। অভিযানের সময় ০১ টি জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) আটক করে। জীপ চালক মাদক ব্যবসায়ী মোঃ মাহফুজার রহমান মাসুম (৩৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-পূর্ব ফুলমতি, থানা-ফুলবাড়ি এবং জেলা-কুড়িগ্রাম’কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় তার গাড়ীতে গাঁজা আছে। পরবর্তীতে জীপটি তল্লাশিকালে জীপ থেকে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং আসামীর নিকট হইতে ০২ টি মোবাইল, ০২ টি সীম এবং নগদ ৫০০/-(পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।