সাতবিল প্রতিদিন (ডেস্ক) ঃ বগুড়া-১ সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনি এলাকায় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সমন্বয় কমিটির সভায় এ শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির উপদেষ্টা এমপি সাহাদারা মান্নান শিল্পী। অন্যন্যাদের বক্তব্য সমন্বয় কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, এমপি পুত্র সাখোওয়াত হোসেন সজল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মোহাম্মাদ জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পা, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, এছাড়াও উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরের কর্মকর্তাগণ তাদের দপ্তরের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে মাননীয় এমপি মহোদয়কে অবহিত করে বক্তব্য রাখেন। পরে সভা শেষে প্রধান অতিথি সকল কর্মকর্তাদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।