ইকবাল কবির লেমন ঃ রোববার দুপুরে সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা হলরুমে উপজেলার ইমাম-মাশায়েখদের মাঝে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রদত্ব ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নবীন আনোয়ার কমরেড। অনুষ্ঠানে উপজেলার ৫০ জন ইমাম-মাশায়েখকে উপহার প্রদান করা হয়।