সোনাতলায় ঔষধের দোকানে চুরির চেষ্টা

0
375

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


Satbilprotidinসাতবিল প্রতিদিন,সোনাতলা(বগুড়া)ঃসোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডের ওষুধের দোকানে চুরির চেষ্টা হয়েছে। শুক্রবার (২৬-০৬-২০) দিবাগত রাত ২ টার দিকে একটি সংঘবদ্ধ চোর চক্র এ প্রচেষ্টা চালায়। চোরেরা বৃষ্টির সুযোগে ট্র্কা থামিয়ে নবীন আনোয়ার কমরেডের মালিকানাধীন ‘সিটি মেডিকেল’ এর তালা রাসায়নিক ব্যবহার করে ভেঙ্গে চুরির চেষ্টা করে। কিন্তু ভেতর থেকে সাটার লক থাকায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। দোকানে রাখা সিসি ক্যামেরায় চোরদের অপততপরতা শনাক্ত করা গেছে।
২৭ জুন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। ভিডিও ফুটেজ দেখে আসামী শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও একবার নবীন আনোয়ার কমরেডের ঔষধের দোকান ‘সিটি মেডিকেল’ এর মালামাল চুরি হয় l

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here