সোনাতলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি সাহাদারা মান্নান

0
554

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


ইকবাল কবির লেমন ঃ রোববার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে বগুড়ার সোনাতলায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষাণ-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে সরকার সব ধবণের পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে কৃষকেরা পাচ্ছেন বিনামূল্যে বীজ,সার,৫০ শতাংশ ভর্তুকি মূল্যে পাচ্ছেন কম্বাইন্ড হর্ভেস্টারসহ অন্যান্য যান্ত্রিক সুবিধা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল,উপজেলা কৃষকলীগের আহŸায়ক আবু লায়েস হোসেন নাহিদ। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১হাজার ২’শ ২০ জন নির্বাচিত কৃষকের মধ্যে জোড়গাছা ও মধুপুর ইউনিয়নের কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমিকভাবে অন্যান্য ইউনিয়নের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here