সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২১জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। প্রথম দিন এলাকায় মাইকিং, লিফলেট, ফেস্টুন বিতরণ করা হয়। বুধবার সকাল ১১ টায় পরিষদ চত্তরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করন ও মৎস্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করে দ্বিতীয় দিন অতিবাহিত করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য চাষি জিয়াউর রহমান জিয়া, শাহিন, দুলাল, মোজাম্মেল, আজাদুল ও সাংবাদিকবৃন্দ।