সোনাতলায় টিজিএসএস এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

0
359

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


সাতবিল ডেস্ক ঃ বুধবার দুপুরে বগুড়ার সোনাতলা পৌর এলাকায় এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন,ব্যাংকক,থাইল্যান্ড এর অর্থায়নে নমিজান আফতাবী ফাউন্ডেশন,কালাই,জয়পুরহাট এর বাস্তবায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস এর ব্যবস্থাপনায় ২৫০ বন্যার্ত মানুষের মাঝে ১০ কেজি করে চাল,২ কেজি ডাল,১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবন ও ৩ কেজি আলু বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। ত্রাণসামগ্রী বিতরণের আগে টিজিএসএস কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আহসান হাবীবের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নমিজান আফতাবী ফাউন্ডেশনের সহ-সভাপতি টিএম লাইজু, আইকোন সোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মন্ডল, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সামছুল হক আকন্দ ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here