সাতবিল প্রতিদিন ডেস্ক ঃ বগুড়ার সোনাতলা উপজেলার পৌর সদরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে পুড়ে যায় সবকিছু। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মোঃ মিলন, মোঃ ফজলু, মোঃ মতিয়ার ও সোহরাব হোসেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উপজেলা ফায়ার স্টেশন অফিসার রুবেল রানার সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। তিনি অগ্নিকান্ডের বিষয়টি বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পীকে তাৎক্ষণিকভাবে অবগত করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জুলফিকার হায়দার দারা, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। পরে সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুও ঘটনাস্থল পরিদর্শন করেন।