ইকবাল কবির লেমন ঃ বগুড়ার সোনাতলায় ৪’শ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ এপ্রিল শনিবার বিকাল পৌঁণে তিনটার দিকে সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সামনে বালুয়াহাট- সুখানপুকুর পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- আসামী মোঃ আল মামুন (২৯), পিতা- মৃত একরাম হোসেন, সাং-আগুনিয়ার তাইড় (পূর্বপাড়া), থানা-সোনাতলা ও জেলা-বগুড়া, মোঃ সোহাগ পাইকার (২৬) পিতা- মৃত রিজামুদ্দীন পাইকার, মোঃ স্বাধীন সরকার (২৩), পিতা- মৃত বাদল সরকার, উভয় সাং-রামেশ্বরপুর (নিশুপাড়া), থানা-গাবতলী ও জেলা-বগুড়া। র্যাব-১২ এর আভিযানিক দলটি ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ০৬টি সীমকার্ড এবং ৪৫০ টাকাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে ।