সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

0
395

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন



সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সোনাতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কুরশিয়া আক্তারের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল। বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনেরা ।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল।

 

 

 

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here