সাতবিল প্রতিদিন ডেস্ক ঃ শুক্রবার বিকেলে সোনাতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পৌরসভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নবীন আনোয়ার কমরেড, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার হায়দার দারা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির উপাধ্যক্ষ মাও. শাহজালাল।
এর পরে উপজেলা পরিষদ চত্বরে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো। বক্তব্য রাখেন সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক, প্রধান শিক্ষক মহসীনা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল আলম বকুল,শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মুনজুরুল আলম, ঠিকাদার জহুরুল ইসলাম মানিক ও সুজন কুমার। এ ভবনটিও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।
Home স্থানীয় সংবাদ সোনাতলা ফাজিল মাদ্রাসা ভবনের উর্ধমুখী সম্প্রসারণ ও সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের...