করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচন। সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শুন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হলো।উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী (প্রয়াত এমপি আব্দুল মান্নানের সহধর্মিণী) নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক, জাতীয়পার্টি মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম লাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলাম বটগাছ প্রতীক ও (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি) প্রার্থী মো. রনি বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীক) প্রার্থী ১ লাখ, ৪৫ হাজার, ৯৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতি্দ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ পেয়েছেন ১ হাজার ৪৭১ ভোট।