সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বানভাসী মানুষদের হাতে ১০ কেজি চালের প্যাকেট তুলে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাতলা সদর ইউনিয়ন, জোড়গাছা ইউনিয়ন, পাকুল্লা ইউনিয়ন, তেকানী চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে মোট ২৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলুর সভাপতিত্বে বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আগামীতে যেকোন দুর্যোগ কালীন সময়ে আরও বেশি ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার আশ্বাস দেন।
Home স্থানীয় সংবাদ সোনাতলায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ বানভাসী মানুষের হাতে চালের প্যাকেট তুলে দিলেন...