সাতবিল প্রতিদিন,সোনাতলা (বগুড়া) ঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ আগষ্ট বৃহস্পতিবার বেলা ২ টা ২০ মিনিটে বগুড়া জেলার সোনাতলা উপজেলাধীন উপজেলা পরিষদের উত্তর গেইট মসজিদ সংলগ্ন লতিফ ডিজিটাল ফটোস্ট্যাট, স্টুডিও এন্ড কম্পিউটার নামক প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফখরুদ্দিন রাজিব (২৬), পিতা-মোঃ ফজলুল করিম, সাং-আগুনিয়াতাইড়, থানা-সোনাতলা, জেলা-বগুড়া’কে ৩৭০ (তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল, ০৩ টি সীম এবং নগদ ৩৯০ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।