ইউএনও শফিকুর আলমকে বিদায় সংবর্ধনা জানালো টিজিএসএস পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান

0
370

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


সাতবিল প্রতিদিন ডেস্কঃ সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলমকে বিদায় সংবর্ধনা জানালো বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস। রোববার বিকেলে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনুর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম মেহেরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান করেন টিজিএসএস চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, এবং বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন।

Wooden board empty table in front of blurred background. Perspective grey wood over blur trees in forest – can be used for display or montage your products. spring season. vintage filtered image.

এসময় উপস্থিত ছিলেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, ভোর হলোর সভাপতি শাহাদৎজামান শাহীন, বাঙালি বার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মÐল,সাতবিল প্রতিদিনের সম্পাদক মোঃ আহসান হাবীব, বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস এর হিসাব কর্মকর্তা মোঃ সবুজ মিয়া,ফিল্ড অফিসার কাবিরুল ইসলাম, আলোর প্রদীপের সাধারণ সম্পাদক আহসান কবীরসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here