সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার দুপুরে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান শিবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন। সহ¯্রাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।