সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার সকালে সোনাতলার শালিকা মাদ্রাসা মাঠে পথশিশু,কর্মজীবি শিশু ও অসচ্ছল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস ও জাতির জনক শিক্ষা-গবেষণা পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন টিজিএসএস চেয়ারম্যান ও জাতির জনক শিক্ষা-গবেষণা পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ ছাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ,বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মিনারা বেগম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এনামুল হক, মোজাফফর হোসেন মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী গ্রন্থাগারিক আনারুল ইসলাম ও নাফিম কনজ্যুমার প্রোডাক্টস্ এর মার্কেটিং অফিসার কবিরুল ইসলাম কবির।