ইকবাল কবির লেমন ঃ করোনা ও লকডাউনে অসহায় মানুষের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য উপহার প্রদান করা হয়েছে। সোমবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে আম বাগানে বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার প্রদান করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সকল প্রাকৃতিক দুর্যোগে বিগত সময়েও জনগণের পাশে ছিলাম, এখনও আছি।’ তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান, সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাহানারা জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু। ঈদ উপহার বিতরণের ধারাবাহিক কর্মসূচিতে সোমবার সোনাতলা পৌরসভা, সদর ইউনিয়ন ও বালুয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে উপহার প্রদান করা হয়।